প্রধানমন্ত্রীর “চ্যাম্পিয়ান অব দ্যা আর্থ” পুরস্কারে ফ্রান্সে অভিনন্দন

    0
    492

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩অক্টোবর,আবু তাহেরঃ  বাংলাদেশের প্রধানমন্ত্রীর “চ্যাম্পিয়ান অব দ্যা আর্থ” পুরস্কার পাওয়ায় ফ্রান্সে অভিনন্দন সমাবেশ সেলিম চৌধুরী,প্যারিস ফ্রান্সঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্র্তৃক “চ্যাম্পিয়ান অব দ্যা আর্থ” সনদ পাওয়ায় অভিনন্দন জানিয়ে গত রবিবার প্যারিসের গার্দনর্দে ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে এক আনন্দ সভার আয়োজন করা হয় জলবায়ু পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য উল্লেখ করে ফ্রান্স আওয়ামী লীগের নেতারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারে বাংলাদেশকে উন্নতির শিখরে পেঁছে দিতে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলেও অভিমত জানান বক্তারা।

    ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমদ সেলিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কাশেম এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি নাজিম উদ্দীন আহমদ,ইউরোপিয়ান আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি,ফ্রান্স আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ ভার তাহের,মুক্তিযোদ্ধা এনামুল হক,এম এ কাশেম,সাহেদ আলী,জাকির হোসেইন,নাছির চৌধুরী,সেলিম উদ্দীন,বংগবন্ধু পরিষদ ফ্রান্সের সভাপতি কামরুল হোসেইন বকুল,উপদেষ্ঠা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু,সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দেলোয়ার হোসেইন কয়েছ,সেলিম ওয়াদা শেলু,ফয়ছল উদ্দীন,আশরাফুল ইসলাম,রিপন দেবনাথ,আমিন খান হাজারি, সহ ফ্রান্স আওয়ামীলীগের নেতারা।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক “চ্যাম্পিয়ান অব দ্যা আর্থ হওয়াতে বিশ্বে বাংলাদেশ ভিন্নমাত্রা পেয়েছে উল্লেখ করে তারা বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,কিন্তু বিএনপি জামাত বাংলাদেশের উন্নয়নে ইর্ষন্বিত হয়ে নাশকতার পরিকল্পনায় ব্যাস্ত।শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ঐক্যব্দ্ধ ভাবে প্রবাসে আওয়ামীলীগ এর রাজনিতীর মাধ্যমে দেশের জনগনের পাশে দাড়াতে হবে বলে অভিমত জানান বক্তারা।