প্রতিবন্ধী শিশুদের মেধা রয়েছেঃপ্রধানমন্ত্রী

    0
    217

    আমারসিলেট24ডটকম,০২এপ্রিলঃ আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের প্রতি সবাইকে সহানুভূতিশীল হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রতিবন্ধীদের সহযোগিতায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার প্রতিবন্ধী ফাউন্ডেশন গঠন করেছে।

    তিনি বলেন, প্রতি বছর প্রতিবন্ধী শিশুদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের ভবিষ্যৎ নিয়ে মা-বাবা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। এ কারণে সরকার একটি ট্রাস্ট তৈরি করে শিশুদের আজীবন থাকা ও পরিচর্যার ব্যবস্থা করতে চায়।

    শেখ হাসিনা আরও বলেন, প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা চালু করা হয়েছে। ই-তথ্যের মাধ্যমেও প্রতিবন্ধীদের অভিভাবকদের সন্তানের বিকাশের উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য তথ্য দেওয়া হচ্ছে। যেসব মা-বাবা অনেক কষ্ট করে প্রতিবন্ধী শিশুদের বিকাশের চেষ্টা করে যাচ্ছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মনে রাখতে হবে প্রতিবন্ধী শিশুদের মেধা রয়েছে। তা বিকশিত করার সুযোগ দিতে হবে।

    শেখ হাসিনা আরও বলেন, তিনি প্রতিবছর ঈদ বা নববর্ষের যেসব কার্ড উপহার হিসেবে দেন, সেগুলো প্রতিবন্ধী শিশুদের আঁকা। এ জন্য প্রতিবন্ধী শিশুদের বিশেষ সম্মাননাও দেয় সরকার। প্রতিবছর ২০ থেকে ২৫ হাজার কার্ড করা হয় বলে জানান প্রধানমন্ত্রী।এবার থেকে বছরে প্রতিবন্ধীদের আঁকা তিন ধরনের  ছবি কার্ড হিসেবে ছাপানো হবে বলে তিনি জানান।