প্রজন্মবন্ধু

    0
    212

    প্রজন্মবন্ধু

    লেখকঃ আবছার তৈয়বী।

    দেশের ওপর আসলে আঘাত
    যার হৃদয়ে রক্ত ঝরে,
    শিরায় শিরায় রক্তকণা
    টগবগিয়ে নাচন ধরে।

    এই প্রজন্মের বন্ধু তিনি
    ক্ষুন্ন জাতির আশার আলো,
    দল আর মত নির্বিশেষে
    সবাই তাঁকে বাসেন ভালো।

    সুশীল নামের খবিসগুলোর
    মুখে যখন ঝুলছে তালা,
    তারা সবাই দিদির দেবর
    কিংবা তারা দাদার শালা।

    দেবর-শালা মিলেমিশে
    করছে দেখো হুলস্থুল,
    কুমন-শত্রু সুমন মোদের
    ওই শালাদের চক্ষুশূল।

    দোষ কি তাঁহার এ দেশটাকে
    হৃদয় দিয়ে ভালোবাসা?
    তাই কি তোরা সবাই মিলে
    খেলছো খেলা- সর্বনাশা!

    তোদের নিঠুর খেলা দেখে
    কতো হৃদে রক্ত ঝরে,
    জালিম ভয়ে ভীত মানুষ
    বলবে তারা কেমন করে?

    এই প্রজন্মের হৃদয়-কথন
    বলেন সুমন হেসে হেসে,
    প্রজন্মবন্ধু খেতাব দিলাম
    তাঁকে আমি ভালোবেসে।

    তারিখ: ২৩ জুলাই, ২০১৯ খৃ.
    শেখ জায়েদ রোড,
    [আবুধাবি-দুবাই হাইওয়ে]
    দুবাই, ইউ.এ.ই।

    [কবিতাটি #প্রজন্মবন্ধু ব্যরিস্টার সায়েদুল হক সুমন ভাইয়ের হৃদকমলে উৎসর্গ করলাম।লেখক]