প্রচারই প্রসার তাই বলে বৃক্ষের উপর এত অত্যাচার ?

    0
    313
    এস এম সুলতান খান চুনারুঘাট থেকেঃ গাছের উপর পেরেক মেরে পোষ্টার,সাইনবোর্ড  ব্যানার লাগিয়ে বাণিজ্যিক ও সাংগঠনিক  প্রচারণার কাজ চলছে পুরো দেশে অথচ প্রশাসনের নাকের ডগায় এই চিত্র দেখা গেলেও কোন এক অজানা মন্ত্রের বলে তা কারো চোখে পরছেনা।
    দেশের অন্যান্য এলাকার মত চুনারুঘাটেও নির্বিচারে চলছে গাছের উপর পেরেক মেরে পোষ্টার, সাইনবোর্ড ও ব্যানার লাগিয়ে বাণিজ্যিক প্রচারণার কাজ। এ ধরনের বেআইনী কাজে ঘটছে পরিবেশ দূষণ। সবুজ উদ্ভিদ রক্ষাসহ পরিবেশ সুনির্মল রাখতে এ ধরনের কাজ বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।
    অথচ বাংলার বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সারাবিশ্বের সামনে প্রমান করেন-গাছেরও প্রাণ আছে; তারাও আঘাত পায়, অনুভূতিতে সাড়া দেয়। কিন্তু সেই বিজ্ঞানীর দেশেই সমানে চলছে বৃক্ষ-নির্যাতন।চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশের গাছ-গাছালির উপর পেরেক মেরে সাইনবোর্ড, ব্যানার-পোষ্টার লাগিয়ে প্রচারণার নামে একশ্রেণীর স্বার্থান্বেষী মানুষ চালাচ্ছে নির্যাতন।পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশও।এ ধরনের নিষ্ঠুরতা বন্ধে শাস্তি ও জরিমানা
    পরিবেশের রক্ষায় এসব ধংসাত্মক কাজে নিষেধাজ্ঞা দিতে জরুরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
    গাছে পেরেক মেরে এর স্বাভাবিক বিকাশ রুদ্ধ করে এগুলোকে রোগাক্রান্ত ও মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।
    গাছ নানাভাবে মানুষকে রক্ষা করে। তাই বৃক্ষ-নির্যাতন বন্ধে, এর সামাজিক সংরক্ষণে সবাইকে সচেতন ও সোচ্চার করতে বন বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানান উপজেলার সচেতন নাগরিক সমাজ।