প্রকাশিত সংবাদের ভিন্নমত

    0
    235
    গত ১২  আগষ্ট সোমবার আপনার বহুল প্রচারিত অনলাইন সংবাদে আমার সিলেট টুয়েন্টিফোর এ ”জৈন্তাপুরে ১৯ বিজিবি কর্তৃক ৬৫বস্তা সুপারী আটক” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে৷ সংবাদের একপর্যায়ে আব্দুর রফিক উরফে লোদাই হাজী নাম জড়ানো হয়েছে৷ “আমি এই ধরনের ব্যবসার সাথে জড়ীত নই৷ আমি আমদানী রপ্তানির মাধ্যমে বৈধ পন্থায় ব্যবসা পরিচালনা করে আসছি৷
    জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন পথ দিয়ে চোরাকারবারীরা ভারতীয় মালামাল আমদানী করছে৷ সংবাদে বিজিবি কর্তৃক আটককৃত যে সুপারীর কথা বলা হয়েছে তা আমার নয়৷ একটি কুচক্রী মহল আমার বৈধ ব্যবসার ক্ষতি সাধন করার লক্ষে বিজিবির আটককৃত সুপারী আমার বলে প্রচার করে এবং আপনার সুনামধ্য ও বহুল প্রচারিত সংবাদে  তা প্রকাশিত হয়৷ আমি প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ করে প্রতিবাদ জানাচ্ছি৷”
    আমি সংবাদ প্রিয় মানুষ এবং সাংবাদিক বন্দুদের আমি ভালবাসী, তাই আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বিনিত আহবান জানাচ্ছি আপনারা সরেজমিনে আরও গভীর ভাবে খোঁজ নিলে জানতে পারবেন আটককৃত মালামাল কার ছিল, কারা কারা এই ব্যবসার সাথে জড়িত৷”আমার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করুন আমি সহযোগিতা করব৷ মুলত আটককৃত সুপারী আমার নয় এবং আমি চোরাকারবারের সাথে জড়ীত নই৷ তাই আপনার সুনাধন্য অনলাইন পত্রিকায় সংবাদের ভিন্নমত প্রকাশ করছি৷