প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    0
    539

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১মেঃ  গত ২৮ মে হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার ১ম পাতা ও দৈনিক আমার সিলেট ২৪.কম ও দৈনিক শায়েস্তাগঞ্জ অনলাইন পত্রিকায় “চুনারুঘাটের মুছিকান্দি শাহ মাদার মোকামে মদ গাঁজার আসর” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

    উক্ত সংবাদটি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। কে বা কারা সাংবাদিক ভাইদের ভূয়া তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে। প্রকৃত ঘটনা হল, গত ২০ মে আমার ছেলে কনস্টেবল হাবিবুর রহমান ছুটিতে বাড়িতে আসলে এসময় মুছিকান্দি শাহ মাদার মোকামে মিলাদ ও জিয়ারত করতে গেলে মুছিকান্দি এলাকার মাজার বিরোধী প্রভাবশালী প্রকৃতির লোক মানিক মিয়া ও তার সহযোগিরা আমার ছেলে কনস্টেবল হাবিবুর রহমানের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। আমি আঃ কদ্দুছ তালুকদার মাজার ভাংচুর ও লুটপাটের ঘটনায় বাদী হয়ে চুনারুঘাট থানায় ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করি। যার মামলা নং- ২৮, তারিখ- ২১/০৫/২০১৭ইং।

    সংবাদে উল্লেখ করা হয় যে, উপজেলার মিরাশী ইউনিয়নের মুছিকান্দি গ্রামের শাহ মাদার মোকামে মদ গাজার আসর বসানো হয়। সংবাদটি মিথ্যা ও বানোয়াট। সংবাদে এমনও বলা হয়েছে, শাহ মাদার দরবার শরীফের মসজিদ নাকি তালাবদ্ধ অবস্থায় আছে। যা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ভূয়া ও ভিত্তিহীন। প্রকৃত পক্ষে শাহ মাদার মোকামের খাদেম আব্দুল কদ্দুছ তালুকদার শাহ মাদারের মসজিদ ও মাজার দরবার শরীফ দীর্ঘদিন যাবত ধরে হেফাজত করে আসছেন। উক্ত মসজিদটি কোন তালাবদ্ধ নহে। পূর্ব পুরুষ থেকে দুই যুগ ধরে শাহ মাদার দরবার শরীফের দায়িত্ব পালন করে আসছেন আঃ কদ্দুছ তালুকদার খাদেম।

    আমার ধারনা এলাকার মাজার বিরোধী কুচক্রী মহলই আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও বানোয়াট ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আমার মানহানি করার হীন উদ্দেশ্যে লিপ্ত রয়েছে। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্থানীয় এলাকার চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, মেম্বার আব্দুল কাদির ও  সাধারণ মানুষ পূর্ব থেকেই শাহ মাদার দরবার শরীফ দেখে শুনে আসতেছেন। এলাকাবাসী এখনও সচেতন।

    উক্ত বিষয়টি নিয়ে শীঘ্রই কুচক্রী মহলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে বলে স্থানীয় গ্রামবাসীরা জানান। আমি দীর্ঘদিন যাবত প্রতি বৎসরের ন্যায় পবিত্র ওরস মোবারক পালন করে আসছি। এলাকার বিশিষ্ট মুরুব্বি হিসেবে আমার অনেক সুনাম ও খ্যাতি রয়েছে। একদল কুচক্রী মহল আমার মান সম্মান নষ্ট করার জন্য আমাকে ও আমার ছেলে ও মতিনকে জড়িয়ে সাংবাদিক ভাইদেরকে ভূয়া তথ্য দিয়ে উক্ত সংবাদটি প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    প্রতিবাদকারী

    আব্দুল কদ্দুছ তালুকদার

    খাদেম

    শাহ মাদার দরবার শরীফ

    মুছিকান্দি, চুনারুঘাট, হবিগঞ্জ।