পৌষ সংক্রান্তিতে বেড়াঘর পুরানোর রীতি-নীতি

    0
    266

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮জানুয়ারী,শংকরশীল,হবিগঞ্জ থেকেঃ পৌষ সংক্রান্তি সনাতন ধর্মাবলম্বীদের রীতি ও নীতি। কিন্তু পৌষ সংক্রান্তি এলেই বেড়াঘর পুরানো ও পিঠাপুলির উম্মাদনা বহুগুন বেড়ে যায়। ১৪ই জানুয়ারী শনিবার পৌষ সংক্রান্তি এই দিনটিকে হবিগঞ্জ জেলা সহ সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করে থাকবেন।

    পৌষ সংক্রান্তি আসার ১০/১৫ দিন আগ থেকেই প্রতিটি গ্রামে গ্রামে অনেক গুলো বেড়াঘর তৈরি আয়োজন হবে। প্রতিটি বেড়াঘরে ১০/১২ জন সদস্য নিয়ে বাঁশ, খের, ছন ও গাছের পাতা দিয়ে বেড়াঘর তৈরি করা হয়।

    অন্য দিকে এক সাপ্তাহ আগ থেকেই চলতে থাকে নানা রকমের পিঠাপুলি তৈরির আয়োজন। সংক্রান্তির আগের দিন বেড়াঘরে ঠাকুর পূজা ও আনন্দ কীর্তন করে সারা রাত যাপন করে সংক্রান্তির দিন ভোর ৪/৫টার দিকে সবাই স্নান করে আনন্দ কীর্তনের মাধ্যেমে বেড়াঘর পুরনো হবে।

    মায়েরা ও নববধূরা ঘরের ভিতরে ও উঠানের মাঝে চাউলের গুঁড়া দিয়ে বিভিন্ন ডিজাইনের আলপনা সহ নানা রকমের পিঠাপুলি তৈরিতে ব্যস্ত সময় পার করবে। বিভিন্ন মন্দির, বটবৃক্ষ, বেলতলী থেকে সবাই মিলে নগর কীর্তন নিয়ে নগর পরিক্রমা করে  সন্ধ্যার দিকে এসে নগর কীর্তন সমাপ্তি হবে।