পোল্যান্ডে ইউরো বাংলা টেলিভিশন বিজনেস এওয়ার্ড অনুষ্ঠিত

    0
    269

    সংস্কৃতির নগরী ওয়ারশোতে  অনুষ্ঠিত হলো ইউরো বাংলা টেলিভিশন বিজনেস এওয়ার্ড ২০২০।  ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীদের এওয়ার্ড প্রদান করা হয় জমকালো এ অনুষ্ঠানে ।

    গত রবিবার ওয়ারশোর হোটেল গ্রমান এ  হলে বর্ণাঢ্য এ আয়োজনে পোল্যান্ডের  বিভিন্ন সামাজিক, রাজনৈতিক , সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পোলেন্ডে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ মাহফুজুর রহমান।

    অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পোল্যান্ড এর বিশিষ্ঠ ব্যবসায়ী ডাঃ খলিলুল কাইয়ুম।
    ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর ডিরেক্টর সাগিদ বখত ফারুক , ইপিবিএ কেন্দ্রীয় সভাপতি শাহনুর খান , আয়েবা কার্যকরী কমিটির সদস্য কাউন্সিলর মাহবুব সিদ্দিকী।
    অনুষ্ঠানে  সমাপনী বক্তব্য রাখেন টেলিভিশনের সহকারী ব্যবস্থপনা পরিচালক মোহাম্মদ ওবায়েদ।
    দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় ও পোল্যান্ডে সহ  বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করায় ইউরো বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আয়োজিত এ  অনুষ্ঠানে সফল উদ্যোক্তা হিসাবে ব্রিটেন প্রবাসী সাগিদ বখত ফারুক , শাহনুর খান , তেরাউল ইসলাম ,মোহাম্মদ সহিদুর রহমান , এম এ শাকুর সিদ্দিকী , সুইজারল্যান্ড প্রবাসী আনিস খান , পর্তুগাল প্রবাসী আমির সোহেল , পোল্যান্ড প্রবাসী ব্যবসায়ী ডাঃ মুসা মিয়া , ডাঃ মোঃ সাজেদুল হক , ডাঃ মোহাম্মদ খলিলুল কাইয়ুম , সাইফ উদ্দিন কাজী , হাসান আব্দুল কাইয়ুম , মোহাম্মদ হোসাইন শরীফ , জহিরুল ইসলাম , আফজল হোসেইন , মোঃ সিদ্দিকুর রহমান কে এওয়ার্ড প্রদান করা হয়।

    তরুণ উদ্যোক্তা  হিসাবে  পোল্যান্ড প্রবাসী তীসু মজুমদার , আমিনুল ইসলাম চাকদার , শেখ এরশাদুর রহমান , মাসুদুর রহমান তুহিন , লুৎফুর রহমান , শরীফ আহমদ , মোঃ এহতেশামুল হক , মোয়াজ্জেম হোসেইন শামীম , শেখ মোহাম্মদ সুলতান , মোঃ ইমরানুল সুমন , ফিরোজ আলম , মোঃ মাসুদুর রহমান সম্মাননা প্রদান করা হয়।
    টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির বলেন,  এ ধরনের আয়োজন প্রবাসে  বাংলাদেশী ব্যবসায়ীদের সফলতার চূড়ায়  পৌঁছোতে প্রনোদনা যোগাবে।

    অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন এ আয়োজন পোল্যান্ডে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যদিগন্তে প্রবেশ করিয়েছে।