পেশাদার চালকের লাইসেন্স নবায়নের শর্ত শিথিল

    0
    245

    আমারসিলেট24ডটকম,২৯জানুয়ারীঃ ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যোগ্যতা যাচাই বোর্ডের অনুমোদন ছাড়া পেশাদার চালকের লাইসেন্স নবায়নের শর্ত শিথিল করে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) জারি করা আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।একইসাথে বিআরটি এর ওই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

    আজ বুধবার এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি  মোঃ হাবিবুল গনি’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রুল জারি করেন।

    আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব, বিআরটিএ’র চেয়ারম্যান ও প্রকৌশল বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

    উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বিআরটিএ পেশাদার লাইসেন্স নবায়নের এই শর্ত শিথিলের আদেশ জারি করে।হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী  রিট আবেদনটি দায়ের করেছিলেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।