পেট্রোলবোমা হামলার মামলা বিশেষ ট্রাইব্যুনালেঃপ্রধানমন্ত্রী

    0
    216

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮জুলাইঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেট্রোলবোমা হামলার নির্দেশ দেয়ার অভিযোগে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তাঁর সহযোগীসহ সকল অপরাধীদের নামে দায়েরকৃত মামলাগুলো দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে।

    জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মামলা দ্রুত বিচারের জন্য ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে।

    শেখ হাসিনা  জাতীয় সংসদকে জানান, ‘এ বছরের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত তিন মাসে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে মোট ১৩৪ জন নিহত হয়, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ১ হাজার ৩৯৫টি যানবাহন, ১৩ দফায় ট্রেনে এবং ৬ দফা লঞ্চে নাশকতা চালানো হয়’।

    প্রধানমন্ত্রী  আরও জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে পেট্রোলবোমা হামলার মামলার মধে গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। পেট্রোলবোমা হামলার প্রতিটি ঘটনায় মামলা রুজু করা হয়েছে জানায় বিবিসি।

    এ সকল মামলার তদন্ত সুষ্ঠু ও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তা যথাযথভাবে প্রতিপালনের বিষয়টি মনিটর করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।