পেট্রোলবোমায় নিহত পপলু-মাইশার বাড়িতে তথ্যমন্ত্রী

    0
    228

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০এপ্রিল,এম ওসমানঃ পেট্রোলবোমায় নিহত যশোরের নূরুজ্জামান পপলু ও মাইশার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি পরিবারটির সঙ্গে বেশকিছু সময় কাটান।

    বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসায় গিয়ে নূরুজ্জামান পপলুর বাবা রুকুনউদ্দিন ও মা নূরজাহান বেগমের সঙ্গে দেখা করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন।

    পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের নামে দম ফেলার কৌশল নিয়েছেন। তিনি সাপের মতো প্রতিনিয়ত খোলস বদলাচ্ছেন। কিন্তু বিষ থেকেই গেছে।’

    তিনি খালেদা জিয়াকে ‘জঙ্গি’ ও ‘আগুননেত্রী’ অভিহিত করে বলেন, ‘তার প্রত্যক্ষ মদদে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। অথচ তিনি ক্ষমা চাননি, তওবা করেননি কিংবা অনুতপ্ত হননি।’

    হাসানুল হক ইনু বলেন, ‘মানুষ পুড়িয়ে হত্যার দায় থেকে খালেদা জিয়াকে রেহাই দেওয়া হবে না। পরিকল্পিতভাবে খালেদা জিয়ার আঁচলের তলে থেকে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে।’

    মন্ত্রীকে পেয়ে নূরুজ্জামান পপলুর মা নূরজাহান বেগম বেদনার্ত কণ্ঠে প্রশ্ন রাখেন, ‘মানুষ হত্যা করে ওদের কী লাভ হল? যারা সন্তান, স্বামী হারিয়েছে তাদের কষ্ট কি ওরা শুনতে পারে না?’

    এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন, জাসদের কেন্দ্রীয় নেত্রী শিরিন আক্তার, কেন্দ্রীয় সহ-সভাপতি রবিউল আলম ও জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।