পেঁয়াজ অস্থিতিশীল হলে ও স্থিতিশীল মুদি বাজার

    0
    211

    আমারসিলেট 24ডটকম , সেপ্টেম্বর  : আবার অস্থিতিশীল হয়ে উঠছে পেঁয়াজের বাজার। এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২৫ টাকা। দাম নিয়ন্ত্রণে সারাদেশে ট্রাকে করে টিসিবির বিক্রি কার্যক্রমের মধ্যেই বাড়লো এই দাম। আর দেশি পেঁয়াজের তুলনায় ভারত থেকে আমদানি করা পণ্যের দাম আরও বেশি।চাহিদার তুলনায় যোগান কম থাকায় আবারো ঝাঁঝ ছড়াচ্ছে পেঁয়াজ। দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৭৫টাকা আর ভারতীয় পেঁয়াজ ৯০টাকা। অর্থাৎ কেজিতে বেড়েছে ১৫ থেকে ২৫টাকা।এক বিক্রেতা বলেন, পেঁয়াজের কথা বাদ দিলে, স্থিতিশীল আছে মুদি বাজারের পণ্যের দাম।

    শীত শুরু হতে এখনো কয়েকমাস থাকলেও বাজারে আসতে শুরু করেছে  শীতের সবজি। তবে, গত সপ্তাহের তুলনায়, এ সপ্তাহের বাজারের চিত্রটা ভিন্ন। কাঁচামরিচ আর পেঁপে বাদ দিলে, বেড়েছে সবকটি সবজির দাম। তাও আবার কেজিপ্রতি দশ থেকে পনের টাকা। বিক্রেতারা বলছে, মৌসুম পরিবর্তন হলেই কমবে দাম।ভোজন রসিক বাঙালির প্রিয় ইলিশের ভরা মৌসুম হলেও, দামটা এখনো চড়া। আর অন্যান্য মাছের দামটাও প্রতিনিয়ত বাড়ছে।ভাদ্রমাসের রসালো ফল তাল আর জাম্বুরা পাওয়া যাচ্ছে বাজারে। গুনতে হচ্ছে ৪০টাকা।