পূর্ব লন্ডনে নিজ ঘরে নৃশংসভাবে খুন হয়েছে ফাতেমা

    0
    214

    আমারসিলেট24ডটকম,১৪ফেব্রুয়ারীঃ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে নিজ ঘরে নৃশংসভাবে খুন হয়েছেন ফাতেমা বেগম (৪৩) নামের এক বাংলাদেশি নারী। গতবুধবার স্থানীয় সময় পৌনে ১১টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় লন্ডন পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের এক ছেলেকে গ্রেফতার করেছে। বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার রোমান রোড়স্থ স্যাডেল স্ট্রিটের একটি বাড়িতে বসবাস করতেন ফাতেমা বেগম।
    প্রতিবেশীরা জানায়, বুধবার স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে ফোন পেয়ে পুলিশ এবং এ্যম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে যায়। চিকিৎসক দল ঘটনাস্থলেই ফাতেমাকে মৃত ঘোষণা করে। মাথায় উপর্যুপরি আঘাত এবং বুকে ছুরিকাঘাতে ফাতেমার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। খুনি সন্দেহে ঘটনাস্থল থেকে পুলিশ ফাতেমার এক ছেলেকে আটক করেছে। আটকৃত তরুণ ফাতেমার চতুর্থ সন্তান। নিহতের পরিচিতজনরা জানিয়েছেন গ্রেপ্তারকৃত তরুণ মাদাকাসক্ত ছিল। কিছুদিন আগেও আরেকজনকে ছুরিকাঘাত করার কারণে এই তরুণকে পুলিশ আটক করেছিল। ওই মামলায় কয়েকদিন আগে সে জামিনে মুক্তি পায় বলে জানা যায়।
    প্রতিবেশীরা আরও জানায়, বিল্ডিংয়ের ১১ তলায় সন্তানদের নিয়ে থাকতেন ফাতেমা। ১০ বছর আগে তার স্বামী মারা গেলেও ৩ মেয়ে এবং ২ ছেলের দিকে তাকিয়ে তিনি আর বিয়ে করেননি। এরই মধ্যে ২ মেয়েকে বিয়েও দিয়েছেন ফাতেমা।