পুুলিশকে আধুনিকায়নে ৫০হাজার পুলিশ নেয়া হচ্ছে:স্বরাস্ট্র মন্ত্রী

    0
    189

    “মৌলভীবাজারে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সীমান্ত ফাঁড়ী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩জুলাই, আলী হোসেন রাজন:পুলিশ বিভাগে জনবল আর যানবাহন সংকট নিরসনে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিচ্ছে সরকার। শিঘ্রই নতুন ৫০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রতিটি উপজেলায় পুলিশ প্রশাসনে প্রয়োজনীয় যানবাহন দেওয়ার লক্ষ্যে যানবাহন ক্রয় করার প্রক্রিয়া চলছে । মৌলভীবাজারে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সীমান্ত ফাঁড়ী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।
    আজ দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দলই এলাকায় বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সীমান্ত ফাঁড়ীতে যান স্বরাষ্ট্র মন্ত্রী । সেখানে গিয়ে প্রথমে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান তিনি। পরে সীমান্ত ফাঁড়ী পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

    এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ, পুলিশ সুপার শাহ জালাল, উপজেলা চেয়ারম্যন রফিকুর রহমান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোছাদ্দেক আহমদ মানিক সঙ্গে ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী আরো বলেন ভারতের আইনী প্রক্রিয়া শেষ হলে বিএনপি নেতা সালাউদ্দিনকে দেশে ফিরিয়ে আনা হবে।