পুলিশ সুপারকে সংবর্ধনা দিলেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব

    0
    228

    এম এ মমিনঃ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করে বিদায় সংবর্ধনা জানালেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব। ৮ আগস্ট বুধবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এ্যাড শাহ আলী মোহাম্মদ পিন্টু খাঁনের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যরা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

    সাক্ষাতকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং এই পুলিশ সুপার মঈনুল হক (বিপিএম, পিপিএম) বলেন, নারায়ণগঞ্জ এ পেশাগত দায়িত্ব পালন কালে আমি সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। এ জন্য তাদের কাছে কৃতজ্ঞ। এই জেলার মানুষকে আইনী সেবা দিতে আমার আন্তরিকতার কোন অভাব ছিল না। জেলাবাসীর মঙ্গল কামনা করে তিনি আরো বলেন, যেখানেই থাকি এ জেলাবাসীর কথা আমার মনে থাকবে।

    নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় প্রেসক্লাব নেতৃবৃন্দ পুলিশ সুপারের কর্মকালে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার প্রশংসা করে তাঁরা বলেন, আপনার সময়ে নারায়ণগঞ্জে মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নয়ন হয়েছে। এজন্য নারায়ণগঞ্জের সাংবাদিক ও সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

    নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়েই পুলিশ সুপার মঈনুল হককে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে কর্মস্থল বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান ইমরান, নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ নেয়ামত উল্লাহ (টাইমস নারায়ণগঞ্জ ২৪ ডটকম), যুগ্ম সম্পাদক মনির হোসেন (নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডটকম), সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হোসেন (একুশের কাগজ ডটকম), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান ( সোনারগাঁও প্রতিদিন ডটকম), প্রচার ও দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন তৌহিদ (বজ্রধ্বনি ডটকম), নির্বাহী সদস্য তৌকির আহমেদ রাসেল ( পথের সময় ডটকম), সদস্য সুলতান মাহমুদ ( সময়ের চিন্তা ডটকম), ইউসুফ আলী প্রধান (দৈনিক ডেসটিনি) ও মাজাহারুল ইসলাম রোকন (আজকাল নারায়ণগঞ্জ ডটকম) প্রমূখ।

    উল্লেখ্য যে, গত ১লা আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তিনি যশোরের পুলিশ সুপার হিসেবে বদলী হন বলে জানা গেছে।