পুলিশ বাহিনী ইসি’র নির্দেশনায় চলবেঃবেনজীর

    0
    222
    আমারসিলেট24ডটকম,২৭নভেম্বরঃ আজ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এক বৈঠক শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সময়ে পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী চলবে। সিইসির সাথে ডিএমপি কমিশনারের আজকের বৈঠকটি রুটিন বৈঠক ছিলো বলে সাংবাদিকদের জানান তিনি।
    বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, দেশের বিভিন্ন স্থানে যে সহিংসতা হচ্ছে সে বিষয়ে আমরা ওয়াকিবহাল। এ সহিংসতা মোকাবেলায় পুলিশ শতভাগ প্রচেষ্টা চালাবে। আমরা এ নিয়ে সিইসির সঙ্গে কথা বলেছি। ইসির নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে। যেকোনো ধরনের অরাজকতা কঠোর হস্তে দমন করা হবে।
    উল্লেক্ষ্য,নির্বাচন কমিশনকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন কমিশন কার্যালয়। গতকাল ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে দেশের কয়েক স্থানে ইসির কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়।