পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিঃস্বরাষ্ট্রমন্ত্রী

    0
    227

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের উপকমিশনার (ডিসি) মো. ইব্রাহিম খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তি পেতে হবে  বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

    বুধবার রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে ঢাকা ওয়াসা ও ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক

    অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে ডিসি ইব্রাহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই বিষয়ে অধিকতর তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও বলেন, ওয়ারী জোনের ডিসির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে তাকেও আইনের আওতায় আনা হবে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

    ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ওয়ারী জোনের ডিসি ইব্রাহিম খানকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়। তার বিরুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধার জমি দখলের সহায়তা করার অভিযোগ পায় পুলিশ সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটি।