পুলিশের অস্ত্রচোর পুলিশের সাথেই বন্ধুকযুদ্ধে নিহত

    0
    221

    আমারসিলেট24ডটকম,০২মার্চঃ মাগুরার শালিখা উপজেলা নির্বাচনে গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক ভোটকেন্দ্র থেকে পুলিশের অস্ত্র চুরির ঘটনায় আটক আন্তজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য রাজু পুলিশের গুলিতে নিহত হয়েছেন। নিহত রাজু একই উপজেলার হারিশপুর গ্রামের জলিল বিশ্বাসের ছেলে। এদিকে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
    শালিখা থানার ওসির সুত্রে  জানা যায়, রাজু ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে গুবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পুলিশের একটি এসএমজি চুরি করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজু ও সবুজ নামে দুজনকে আটক করা হয়েছে।
    গত কাল শনিবার সকালে রাজুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে দুপুরে তার দেওয়া তথ্যমতে নিজ বাড়ির পাশের কলা বাগানের ভেতর মাটির নিচে থেকে হারানো অস্ত্রটি উদ্ধার করা হয়। ওই দিন রাতেই রাজুকে নিয়ে একটি বন্ধুক, ৬ রাউন্ড গুলি ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগীরা পুলিশকে আক্রমণ করলে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন রাজু।
    উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে উপজেলা নির্বাচনের দিন শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে দায়িত্বরত পুলিশের কাছ থেকে চুরি হয়ে যায় একটি এসএমজি।  গতকাল শনিবার দুপুরে উপজেলার হরিশপুর গ্রাম থেকে উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজু ও সবুজ নামে দুজনকে আটক করা হয়েছিল বলে একটি সুত্রে জানা গেছে।