পুরষ্কার বিতরনীর মধ্য দিয়ে শ্রীমঙ্গলে বৈশাখী মেলার সমাপ্তি

    0
    223

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৮এপ্রিল,কাজল শীলঃ  বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে শ্রীমঙ্গলে ১৪’ই এপ্রিল রোজ রবিবার থেকে ১৭’ই এপ্রিল ৪ দিন ব্যাপী বৈশাখী মেলার অনুষ্ঠান অনুষ্টিত হয়। ১৭’ই এপ্রিল দিন ব্যাপী এ বৈশাখী মেলায় শিশু-কিশোরদের ও নানান লোকজনের আনন্দঘন পরিবেশে শেষ হল ৪ দিনের বৈশাখী মেলা।

    প্রতি বছরের ন্যায় অনুশীলন চক্রের উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়।এ বছর ও আয়োজন করেছে এ মেলার।বাঙ্গালির প্রানের উৎসবকে রাঙ্গাতে ৪ দিনের এ আয়োজনে নববর্ষরের প্রথম প্রহরে চিরচেনা গান “এস হে বৈশাখ এসো এসো” গান গেয়ে বরণ করা হয় পহেলা বৈশাখকে। তারপর মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

    পরে চার দিন ধরে চলে নানা প্রতিযোগিতা,স্থানিয় বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠনের যোগদানে প্রানবন্ত হয়ে উঠে এ মেলা, মেলায় বসে বিভিন্ন দোকানও গ্রামীণ ঐতিহ্য নাগরদোলা ।মেলায় ছিল শত শত লোকের ভীড়।বিভিন্ন প্রতিযোগিতা পুরষ্কার বিতরনী ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চার দিনের এ মেলার সমাপ্তি ঘটে সোমবার রাতে।