পীরগঞ্জে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

    0
    274

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০অক্টোবর,গীতি গমন চন্দ্র রায় পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর। কৃষিই সমৃদ্ধ ২০১৭-১৮ অর্থ বছরে রবি মৌসমে কৃষি প্রণোদনা ও কৃষি পূর্ণবাসন কার্যক্রমের আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ এর শুভ উদ্বোধন গত সমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা হল রুমে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক অনুষ্ঠিত হয়েছে।

    অতি বর্ষনে ক্ষতি গ্রস্থ ইউনিয়ন ও পৌর এলাকার ক্ষুদ্র-প্রান্তিক চাষীদের মাঝে খরিপ-১ প্রণোদনার আওতায় ১৫৪৫ জন কৃষকদের মাঝে সবজি বীজ, এক কেজি সরিষা বারি-১৪ জাতের বীজ সহ রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান সার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী।

    এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী ঠাকুরগাঁও-৩, গেষ্ট অব অনার সংরক্ষিত ৩০১ সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, আ”লীগ ভারপ্রাপ্ত সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা কৃষিবিদ ও কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের কর্মকর্তা, কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী। কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা এ প্রতিনিধিকে জানান প্রকৃত কৃষকদের মাঝে প্রণোদনা ও পুর্ণবাসনের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।