পিলখানায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবে খালেদা

    0
    427

    আমারসিলেট24ডটকম,২৪ফেব্রুয়ারীঃ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আগামীকাল মঙ্গলবার বনানী সামরিক কবরস্থানে বিএনপির একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করবেন। ওই প্রতিনিধি দলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সিনিয়র ও সাবেক সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

    এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সায়রুল কবির খান জানান, ২৫ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি স্মরণ করে দলের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হবে। এদিন বেলা ৩টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সভার আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ। আর সভায় সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুর ইসলাম আলমগীর।