পিএসসি/ইবতেদায়ী-জেএসসি/জেডিসির ফলাফল কিভাবে জানবেন

    0
    497

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১ডিসেম্বরইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2015 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।

    EBT <space> Upazila Code <space> RollNumber <space> 2015

    মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

    অনলাইনে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি/ইবতেদায়ী) পরীক্ষার ফলাফল জানতে ভিজিট করুন http://www.dpe.gov.bd/ অথবা সরাসরি এই ( http://180.211.137.51:4814/ ) লিংক। এছাড়া টেলিটকের এই সাইট থেকেও ফলাফল জানা যাবে।

    উপজেলা/থানা কোড হিসেবে সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা ব্যবহার করতে হবে। এছাড়া পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন পেপারেও উপজেলা কোড পাওয়া যাবে। অথবা আপনি চাইলে এই লিংকে থেকে থানা কোড (পিডিএফ ডকুমেন্ট) ডাউনলোড করে নিতে পারেন।

    অষ্টম শ্রেণির শিক্ষা সমাপনী (জেএসসি-জেডিসি) পরীক্ষার রেজাল্ট

    যে কোনো মোবাইল অপারেটর থেকে জেএসসির ফল জানতে মেসেজ অপশনে গিয়ে JSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন, Dhaka বোর্ডের জন্য DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2015 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

    যে কোনো মোবাইল অপারেটর থেকে মাদ্রাসা বোর্ডের জেডিসির ফল জানতে মেসেজ অপশনে গিয়ে JDC লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2015 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

     এছাড়া http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে ও নিজ নিজ শিক্ষাবোর্ডের সাইট থেকেও ফলাফল জানা যাবে।