পাতানো ম্যাচের অভিযোগে ১৪ খেলয়ারকে আজীবন নিষিদ্ধ

    0
    442

    আমারসিলেট 24ডটকম , ২১সেপ্টেম্বর  : পাতানো ম্যাচের অভিযোগে এল সাল্ভাদরের ১৪ খেলয়ারকে  নিষিদ্ধ করা হয়েছে ।তাদেরকে আজীবন নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল সংস্থা ।এছাড়াতিনজনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে সংস্থাটিআর চারজনের বিরুদ্ধে আরোতদন্ত করবে কমিটিএর মধ্যেকোনো প্রমাণ না পাওয়ায় একজন নির্দোষ প্রমাণিত হয়েছেশুক্রবার সংস্থাটির সভাপতি কার্লোস মেনদেস সংবাদ সম্মেলনে এ কথা জানান

    আজীবন নিষিদ্ধ ফুটবল খেলোয়াড়দের মধ্যে পাঁচজন জাতীয় দলের হয়ে ৫০টির বেশি করে ম্যাচ খেলেছেনগতগস্টে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকা সন্দেহে ২২ খেলোয়াড়কে সাময়িকভাবেবহিষ্কৃত করেছিল এল সালভাদর কর্তৃপক্ষতারপর থেকে তারা মাঠের বাইরে

    অভিযুক্তখেলোয়াড়দেরবিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল বেশ পুরনো২০১১ সালে গোল্ড কাপে মেক্সিকোরকাছে ৫-০ গোলে এল সালভাদরের হারের ম্যাচটিও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল