পাঠানটুলা জামেয়ার দাখিল ’০৮ ব্যাচের পুনর্মিলনী

    0
    215

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১ডিসেম্বরঃ ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেছেন, জীবনে সাফল্য অর্জন করতে হলে আত্মবিশ্বাস জরুরী। আত্মবিশ্বাস জীবনের মূল ভিত্তি। শংকা না রেখে আল্লাহর উপর ভরসা করে চললে সফলতা আসবেই। জামেয়ার দাখিল ২০০৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এক জনাকীর্ণ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গতকাল শুক্রবার নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত পূণর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার। মোঃ জুবেদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমরা এই প্রতিষ্ঠানে ফুল ফুটানোর চেষ্টা করছি। আজকে তোমাদের দেখে মনে হচ্ছে আমরা বাগানে ফুল ফুটাতে পেরেছি। তিনি শিক্ষর্থীদের নিজ নিজ অবস্থানে থেকে দেশ, জাতি ও ইসলামের জন্য কাজ করার আহবান জানান।

    পুনর্মিলনীতে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, মাদরাসা, মেডিকেল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছাত্র-ছাত্রী ও কর্মকর্তারা অংশ নেন। প্রবাসী বন্ধুদের অর্থায়নে পুনর্মিলনী অনুষ্ঠানে জামেয়ার এতিমখানায় আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জামেয়ার শিক্ষক মাওলানা আবু সালেহ মোঃ আলাউদ্দিন, আব্দুল মোতালেব ইবনে কাবেদ ও মাওলানা শাব্বির আহমদ।

    মোঃ নূরে আলম এর স্বাগত বক্তব্য শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন শাহরিয়ার কবির সেলিম, আল আমিন, জুবায়ের আহমদ, আতিকুল ইসলাম।প্রেস বিজ্ঞপ্তি