পাক পরিবেশমন্ত্রী মুশাহিদকে সরে যেতে হল

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬আগস্ট: পাকিস্তানের পরিবেশমন্ত্রী মুশাহিদ উল্লাহ খান এক সাক্ষাৎকারে দেশটির সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই’র ষড়যন্ত্রের দাবি করার পর চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। ব্রিটেনের রাষ্ট্রীয় তহবিলে পরিচালিত বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, গত বছরে দেশটির সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে আইএসআই’র সাবেক প্রধান জহির-উল-ইসলাম জড়িত ছিলেন।

    মুশাহিদের ইস্তফা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাক তথ্যমন্ত্রী পারভেজ রাশিদ। পাক সূত্রগুলো বলছে, বিবিসিকে সাক্ষাৎকার দেয়ার পরিপ্রেক্ষিতে ইস্তফা দেয়ার জন্য মুশাহিদ খানকে চাপ দেয়া হচ্ছিল।

    গত বছর বিরোধী নেতা এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খান এবং ড. তাহিরুল কাদরির নেতৃত্বে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই মাস বিক্ষোভ এবং অবস্থান ধর্মঘট চলেছে। এতে অন্তত তিন জন নিহত এবং পাঁচ শতাধিক আহত হন।

    সাক্ষাৎকারে মুশাহিদ খান দাবি করেছেন, সাবেক আইএসআই প্রধান জহির-উল-ইসলাম বিক্ষোভকারীদের উস্কে দিয়েছেন সে রেকর্ড তার আছে। তিনি বলেন, বিক্ষোভকারীদের গোলযোগ সৃষ্টি করতে এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসভবনে হামলার আহ্বান জানিয়েছেন জহির। পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের সঙ্গে বৈঠকের সময় এ রেকর্ড শুনিয়েছেন প্রধানমন্ত্রী।

    অবশ্য জেনারেল রাহিল এ কথা  অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এ জাতীয় ঘটনা ঘটেনি বা এমন কোনো রেকর্ডের অস্তিত্ব নেই। এ ছাড়া, সংবাদ মাধ্যমে এ নিয়ে যে আলোচনা হয়েছে তাকে ভিত্তিহীন বলে নাকচ করে দেয় পাক সেনাবাহিনী। irna