পাকিস্থানের সাথে কুটনৈতিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে

    0
    212

    মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বর,সুজয় কুমার বকসীঃ ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধিদের বিচার নিয়ে পাকিস্তানের নেতিবাচক মন্তব্যে তাদের সাথে আমাদের কুটনৈতিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কাজেই তাদের সাথে আর আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না’ যুদ্ধাপরাধীদের বিষয়ে পাকিস্তান নত না হলে আগামি সংসদে পাকিস্তানের সাথে আমাদের ক’টনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে –শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া মুক্ত দিবস উদযাপন উপলক্ষে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় মে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

    বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ভাত খাবা ভাতারের গীত গাবা নাঙের। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আরো বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য অল্পকিছুদিনের মধ্যে মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজার টাকা হচ্ছে। দুই ঈদে বোনাস দেওয়া হবে। এখন থেকেই অসচ্ছল মুক্তিযোদ্ধাদের এবং জুলাই থেকে সকল মুক্তিযোদ্ধাদের বিনা খরচে চিকিৎসা দেওয়া হবে’।

    লোহাগড়া মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম মুজিবুর রহমান, সদস্য মিয়া মুজিবুর রহমান, মুন্সী নজরুল ইসলাম, জলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, নড়াইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম গোলাম কবীর, লোহাগড়া উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হান্নান রুনু, উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ সেলিম রেজা প্রমুখ।