পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২১৭ জন নিহত আহত ৩৫০

    0
    278

    আমারসিলেট 24ডটকম ,২৫সেপ্টেম্বর  : পাকিস্তানের বেলুচিস্তানে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে ।এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২১৭ জন নিহত আহত হয়েছে আরো ৩৫০ জন।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ২৯ মিনিটে বেলুচিস্তানের দালবানদিন এলাকার কাছে আওয়ারান জেলার ৬৯ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে ভূগর্ভের ২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পট। ভূমিকম্পের স্থায়ীত্ব হয় প্রায় দুই মিনিট ।
    আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, আওয়ারানসহ প্রদেশের ছয়টি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী ড. আবদুল মালিক বেলুচ। এছাড়া ৩০ জেলার সবকটিতে সর্ব্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। সেনা ও সীমান্ত বাহিনী ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। আওয়ারান অঞ্চলের শহর ও গ্রামের হাজার হাজার ঘর বাড়ি ধুলিসাৎ হয়ে গেছে। বেলুচিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার মির আবদুল কুদ্দুস বেজিনজো দাবি করেছেন ভূমিকম্পে নিহতের যে সংখ্যা ঘোষণা করা হচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশিহতে পারে ।