পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণঃনিহত অন্তত ৩৩

    0
    211

    আমারসিলেট24ডটকম,৩০জানুয়ারীপাকিস্তানে পুলিশ বলছে, সিন্ধু প্রদেশের শিকারপুর জেলায় একটি শিয়া মসজিদে এক বোমা বিস্ফোরণে অন্তত ৩৩ জন লোক নিহত হয়েছেন।

    আহত হয়েছেন অন্তত ৫০ জন, যার মধ্যে অনেকের অবস্থাই সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে বলা হচ্ছে।নিহতদের মধ্যে চারটি শিশু রয়েছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

    শিকারপুর জেলায় শুক্রবারের নামাজের পরপরই বিস্ফোরণটি ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমে এটি একটি আত্মঘাতী হামলা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে, তবে পুলিশ তদন্ত করছে।

    শক্তিশালী ওই বিস্ফোরণে মসজিদটির ছাদ ভেঙে পড়ে যায়, এবং ভেতরে বেশ কিছু লোক আটকা পড়েন।

    এ হামলার দায় স্বীকার করেছে জান্দাল্লাহ নামের একটি জঙ্গী গ্রুপ। এই গোষ্ঠীটির সাথে তালেবানের একটি শাখার সম্পর্ক আছে বলে মনে করা হয়।

    পাকিস্তানের সুন্নি জঙ্গী গোষ্ঠীগুলো অতীতেও শিয়া সংখ্যালঘুদের ওপর আক্রমণ চালিয়েছে। সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে অতীতে এ ধরণের একাধিক হামলা হয়েছে, এবং ২০১০ সাল থেকে এ পর্যন্ত করাচির বাইরে এপর্যন্ত মোট পাঁচটি আক্রমণের ঘটনা ঘটেছে।

    শিকারপুরের এ বিস্ফোরণ এমন এক সময় ঘটলো- যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ করাচি সফর করছেন সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য।বিবিসি