পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ দাবদাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫জুনপাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ দাবদাহে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের খবর অনুসারে, সিন্ধু প্রদেশে এ পর্যন্ত ১,০১১ জন মারা গেছে যার মধ্যে গতকাল (বুধবার) মারা গেছে ২২৯ জন।

    পাকিস্তানের সরকারি কর্মকর্তারা বলছেন, ৪০,০০০ মানুষ দাবদাহে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। এরমধ্যে ৭,৫০০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল সেন্টারে। এ হাসপাতালে মারা গেছে ৩১১ জন।

    শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানান, গত শনিবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ৪০,০০০ মানুষ হিটস্ট্রোকের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে আর এর মধ্যে মারা গেছে ১,০০০ জন। এর মধ্যে শুধু করাচিতেই মারা গেছে ৯৫০ জন। তবে, তাপমাত্রা কমে যাওয়ায় মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে।

    এদিকে, পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এরইমধ্যে দাবদাহের মাত্রা কমতে শুরু করেছে। তাপমাত্রা কমার পাশাপাশি বাতাসে আর্দ্রতাও কমছে। করাচির তাপামাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে উঠলেও এখন তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে নেমে গেছে। কোথাও কোথাও তাপমাত্রা ৩০-এ নেমেছে। এছাড়া, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে শতকরা ৬৩ ভাগ। গতকাল হায়দারাবাদে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি।ইরনা