পাকিস্তানের ইমরান খান আসলে তালেবানদরে নেতা!

    0
    250

    আমারসিলেট24ডটকম,০৪ফেব্রুয়ারীঃ তেহরিক ই ইনসাফ (পিটিআই) এর নেতা ও সাবেক ক্রিকেটার ইমরান খান আসলে তালেবানদরে নেতা! পাকিস্তানী তালেবানদের এক প্রতিনিধি দলে তার নাম অন্তর্ভুক্ত করার পর এ প্রশ্নটি মাথাচাড়া দিয়ে উঠেছে। পাকিস্তান সরকারের সাথে শান্তি আলোচনার জন্য তালেবানদের মনোনীত ৫ জনের প্রতিনিধি দলে তার নামও দিয়েছে তারা। তিনি ছাড়া প্রস্তাবিতদের মধ্যে অপর ৪ জন হচ্ছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের লাল মসজিদের প্রধান ইমাম মাওলানা আব্দুল আজিজ, ধর্মীয় রাজনৈতিক দলের তিন শীর্ষনেতা মাওলানা সামিউল হক, মুফতি কিফায়াতুল্লা এবং প্রফেসর ইব্রাহিম খান। সোমবার বিবিসির খবরে বলা হয়েছে, গত শনিবার তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে এসব নাম প্রস্তাব করা হয়েছে ।
    এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, গত বছর অর্থাৎ ২০১৩ সালের মে মাসে পাকিস্তানের ক্ষমতায় এসে তালেবানের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ প্রতিশ্রুতির পরও তালেবানের প্রাণঘাতী হামলা অব্যাহত থাকার মুখে গত সপ্তাহে নওয়াজ বলেছিলেন, শেষ সুযোগ হিসেবে শান্তি আলোচনা শুরুর জন্য একটি প্রতিনিধি দলের নাম ঘোষণা করতে পারে তালেবান। তালেবানের পক্ষ থেকে এ প্রস্তাব বিবেচনার কথা জানানো হয়েছিল, এবার নাম পাঠালো তারা।
    পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) পক্ষ থেকে মুখপাত্র শহিদুল্লাহ শহিদ বলেছেন, আমাদের হয়ে কমিটির সদস্যরা সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। খবরে প্রকাশ, তালেবানদের সাথে সরকারের শান্তি আলোচনার জোরালো সমর্থক পিটিআই। কিন্তু দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শান্তি প্রচেষ্টা এগিয়ে নিতে দলটির নেতা ইমরান অন্য কোনো ভূমিকা পালন করবেন।বিবিসি