পর্ণো ছবি স্বাভাবিক যৌন কার্যক্রম নয় এটা একটি বিকৃত যৌনাচার

    0
    197

    আমারসিলেট24ডটকম,২১ডিসেম্বরঃ আমরা বর্তমানে একটি পর্ণো-আসক্ত সমাজে বসবাস করছি যেখানে এটি সংক্রামক ব্যাধির মত বিস্তার লাভ করছে। পর্ণো কোনো  স্বাভাবিক যৌন কার্যক্রম না বরং এটা একটি বিকৃত যৌনাচার।পর্ণো-আসক্ত রোগীর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রধান কারণ পর্ণোর সহজলভ্যতা। এইসবপর্ণোগ্রাফিতে আসক্তির ফলে পুরুষের নারীর প্রতি স্বাভাবিক আকর্ষণ কমে যায় ও যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায়। অসংখ্য তরুণ তরুণী সহ প্রাপ্ত বয়স্ক নারী পুরুষেরা ও পর্ণো জগতের প্রতি দিন দিন আসক্ত হয়ে পড়ছে। পরিণামে  নৈতিক অবক্ষয় তো আছেই পর্ণো-আসক্তদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ এক অজানা ভবিষ্যৎ!

    যারা পর্ণোর প্রতি বেশি আসক্ত এবং সারাক্ষণ পর্ণো নিয়ে চিন্তা করেন তারা বিয়ের পর স্বাভাবিক যৌন জীবনের প্রতি উৎসাহ হারিয়ে ফেলেন। প্রতিনিয়ত পর্ণো দেখার ফলে মস্তিষ্কে উত্তেজনা সৃষ্টিকারি “নিউট্রো ট্রান্সমিটার” মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় কোন কোন ক্ষেত্রে নষ্ট হয়ে যায়।এটা পর্ণো দেখার সময় অতি উত্তেজনার ফলেও হয়ে থাকে। স্বাভাবিক যৌন জীবনে “ডোপামিন” নামক উত্তেজনাও হারিয়ে ফেলেন অনেক পর্ণো-আসক্ত ব্যাক্তিরা।