পরাজয় নিয়ে মাঠ ছাড়লো স্বাগতিক টাইগাররা

    1
    498

    আমারসিলেট24ডটকম,৩০মার্চঃ শেষ পর্যন্ত ৫০ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়লো স্বাগতিক বাংলাদেশী টাইগাররা । এবারো ব্যর্থ হলো  তারা ।  ব্যাটিং-এ নেমে বাংলাদেশের তামিম ১৬ রানে ও এনামুল ১৮ রানে আউট প্যাভিলিয়নে ফিরে গেছেন। মুশফিকুর রহিম মাত্র ২ রানে ও শামসুর রহমান ৪ রানে আউট হন। সাকিব ৩৮ রানে, নাসির ২৩ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে জিয়া আসেন। জিয়াও শূন্য রানে ফিরে যান।  বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ১৪০ রান। মাশরাফি ১৭ ও মাহমুদুল্লাহ ১৭ রানে অপরাজিত থেকে মাঠ ত্যাগ করেন।  পাকিস্তানেরত পক্ষে উমর গুল ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন।

    প্রথম ইনিংসে শেহজাদ ৬১ বলে ১১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আফ্রিদি আল আমিনের বলে জিয়ার হাতে ক্যাচ দিয়ে ব্যাক্তিত ২২ রানে প্যাভিলিয়নে ফিরে যান।  সোয়েব মালিক ২৬ রান নিয়ে সাকিবের বলে আউট হন।মোহাম্মদ হাফিজ বিদায় নেন দলীয় ৭০ রানের মাথায়। ব্যক্তিগত ৮ রানের মাথায় রাজ্জাকের শিকার হন তিনি। এর আগে কামরানকেও ফেরান তিনি। উমর আকমলকে শূন্য রানে মাহমুদুল্লাহ ফিরিয়ে দেন।
    এর আগে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ জয়ের দেখা পায়নি। দুটিতেই হেরেছে স্বাগতিকরা। অন্যদিকে পাকিস্তান ২টি ম্যাচ খেলেছে। একটিতে জয় পেয়েছে ও অপরটিতে হেরেছে তারা। পাকিস্তান দলে বিলাওয়াল ভাট্টির বদলে সোহেল তানভির জায়গা করে নেন। বাংলাদেশ দলে সোহাগ গাজী নেই। বদলি হিসেবে দলে প্রবেশ করেছেন আব্দুর রাজ্জাক।