পবিত্র হজ্ব-মাদ্রাসা-আলেমদের শানে ধর্মপ্রতিমন্ত্রীর কটুক্তির

    0
    238

    প্রতিবাদে দ্রুত ধর্মপ্রতিমন্ত্রীর অপসারণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী সমীপে ছাত্রসেনার স্মারকলিপি প্রদান

    ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মুহাম্মদ আবদুল্লাহ দায়িত্বাসীন হওয়ার পর থেকে একের পর এক ধারাবাহিকভাবে বিতর্কিত কর্মকা-ের মাধ্যমে মুসলমানদের মাঝে বিতর্ক ও উগ্র বিদ্বেষ ছড়াচ্ছেন। একইভাবে দেশে বিরাজমান ইসলামের বিভিন্ন ধারার অনুসারীদের মাঝে অসত্য, অশোভন, অরুচিকর, বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছেন। যা সরকারকে বিতর্কিত করছে। সম্প্রতি ধর্ম প্রতিমন্ত্রীর একটি বক্তব্যের সরকারি খরচে আলেমদের হজ্ব করানোর বিবরণ দিতে গিয়ে তিনি কওমী ওলামাদের নিজের মানুষ আখ্যা দিয়ে সরকারি বিধি অনুযায়ী ও অর্থায়নে পরিচালিত প্রধান ধর্মীয় শিক্ষাব্যবস্থা আলিয়াকে আলিয়া-মালিয়া বলে ব্যঙ্গ ও আলিয়াধারার আলেমদের ঘেউ ঘেউ করা কুত্তা (কুকুর)ও চিল্লানী আলেম নামে অভিহিত করেন, এমনকি পবিত্র হজ্বকে কুকুরকে দেয়া মাংসের সাথে তুলনা করে জঘন্য, নিন্দনীয়, র্ঘণ্য, অশোভনীয়, অমার্জনীয়, কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে কটুক্তি ও অবমাননা করেছেন। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সরকার একজন দায়িত্বশীল ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে বিভ্রান্তি ও ধর্মীয় অবমাননাকর কথা তিনি বলতে পারেন না। অথচ, তার সেই বক্তব্যে ছিল পক্ষপাতদুষ্টতা, ধর্মীয় অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানি।

    যার ফলে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং প্রতিমন্ত্রী পদে অযোগ্যতা-অদক্ষতার পরিচয় দিয়েছেন। ফলে এ অথর্ব, অযোগ্য ধর্ম প্রতিমন্ত্রীকে অপসারণ করা একান্ত আবশ্যক। এই দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ বেলা ২টায় ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান করা হয় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইমরান হুসাইন তুষারের নেতৃত্ব ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। সময় কেন্দ্রীয় সদস্য ছাত্রনেতা মুহাম্মদ আরিফুল ইসলাম, ছাত্রনেতা ইয়াহইয়া বিন সিদ্দিকী, চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষা-প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ছাত্রনেতা রিদওয়ান সাজ্জাদ, ঢাকা মহানগর দক্ষিণের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছাত্রনেতা ইয়াছিন রাসেল প্রমুখ।

    ঢাকা জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খান স্মারকলিপিটি গ্রহণ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সমীপে গুরুত্বের সাথে উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। একই দাবীতে আগামী ১৬ ও ১৭ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল পালন করবে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বিভিন্ন সাংগঠনিক জেলা।