পতাকা বৈঠকের মাধ্যমে ছাড়া পেলো বাংলাদেশী রাজা মিয়া

    0
    231

    আমারসিলেট24ডটকম,৩১মার্চ,শাব্বির এলাহীঃ অবশেষে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠকের পর বাংলাদেশে ফিরে এলো রাজা। গত রোববার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্তের ছেচন কোণা এলাকায় ক্ষেতে গরু চরাতে যাওয়া নিয়ে বাংলাদেশী ও ভারতীয় গ্রামবাসীর মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে ভারতীয় লোকজন চারটি গরু সহ এক বাংলাদেশীকে ধরে নিয়ে নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেছে।

    ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুলেমান মিয়া জানান, টিলাগাঁও গ্রামের সিদ্দেক মিয়ার ছেলে রাজা মিয়া (১৫) সহ তিন বাংলাদেশী রোববার সকালে সীমান্ত এলাকায় গরু চরাচ্ছিল। এক পর্যায়ে বাংলাদেশী গরু ভারতীদের ধান ক্ষেতে প্রবেশ করাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীয় লোকজনের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্র্ষের সময় দুইজন বাংলাদেশী পালিয়ে আসলেও রাজা মিয়া (১৫)কে ধরে ভারতীয় লোকজন আটকিয়ে নির্যাতন করে। বিষয়টি তাৎক্ষনিক ভাবে বিজিবি কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

    শ্রীমঙ্গলস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ নং ব্যাটেলিয়ন কমান্ডার ল্যাঃ কর্ণেল চৌধুরী সাইফউদ্দীন কাওছার বলেন, কুরমা বিজিবি কোম্পানী কমান্ডার  ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে জরুরী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিএসএফ দাবী করেছে বাংলাদেশী লোকজন হামলা করে এক ভারতীয়কে আহত করায় তারা গরু সহ এক বাংলাদেশীকে আটকিয়ে রেখেছে। রোববার পতাকা বৈঠকের পর সন্ধ্যা সোয়া ৬টায় রাজা মিয়াকে ছেড়ে দেওয়া হয়। রাত সাড়ে ৭টায় রাজা মিয়া তার বাড়ি ফিরে এসেছে বলে জানান ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো: সুলেমান মিয়া।