নড়াইল হাসপাতালে মহিলা দালালকে আটক করে কারাদন্ড

    0
    231

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর হাসপাতাল থেকে রোগী নিয়ে টেষ্টের জন্য একটি প্যাথলজিতে নেয়ার সময় আফরোজা নামে এক মহিলা দালালকে আটকের পর এক সপ্তাহের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
    শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল আমিন এ দন্ডাদেশ প্রদান করেন।
    ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, আফরোজা নামের ওই দালাল এক গরীব রোগীকে প্রতারণা করে হাসপাতালের বাইরের একটি বেসরকারী প্যাথলজিতে নিয়ে যায়। এসময় গোয়েন্দা পুলিশ ওই দালালকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। আফরোজা এর আগেও বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয় এবং জেল-জরিমানা ভোগ করে।
    আফরোজ নড়াইল শহরের ভওয়াখালী এলাকায় ভাড়া থাকে। তার গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার দেবী গ্রামে।