নড়াইল-যশোর-খুলনা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

    0
    234

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬অক্টোবর, সুজয় কুমার বকসীঃ চাঁদাবাজির অভিযোগে নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ডাকা নড়াইল-যশোর-খুলনা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত সুমনকে পুলিশ গ্রেফতারের আশ্বাস দেয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। রবিবার রাত ৯টার দিকে নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক জানান, চাঁদাবাজ সুমনকে পুলিশ গ্রেফতারের আশ্বাস দেয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে।

    এদিকে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সভাপতি সরদার আলমগীর হোসেন আলম জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা এলাকায় সুমন নামে এক চাঁদাবাজ বিভিন্ন বাস থেকে চাঁদা দাবি করার প্রতিবাদে গত রোববার সকাল থেকে বাস ধর্মঘটের ডাক দেয়া হয়।

    এছাড়া সুমন বাস গাড়ির সময় নিয়ন্ত্রকের চাকুরিও দাবি করে। তাকে চাকুরি না দিলে নড়াইল-যশোর-খুলনা রুটে বাস চলতে দেয়া হবে না বলেও হুমকি দেয় সুমন। এ ঘটনায় মালিক সমিতির পক্ষ থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

    এদিকে, ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় সোমবার ভোর থেকে এসব রুটে বাস চলাচল শুরু হয়েছে।