নড়াইল পৌর এলাকা উন্নয়নে ড্রেন নির্মান উদ্বোধন

0
799

নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার মহিষখোলায় “জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার জন্য নড়াইল পৌর এলাকার জলাবদ্ধতা নিরশন ও পরিবেশ উন্নয়ন  প্রকল্প”শীর্ষক প্রকল্পের আওতায় টপ স্লাবসহ আরসিসি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। আজ  মঙ্গলবার নড়াইল পৌরসভার আয়োজনে পৌর এলাকার মহিষখোলার জেলা কারাগারের মোড়ে  এ অনুষ্ঠানের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক  মোহাম্মদ হাবিবুর  রহমান।

 পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস,কাউন্সিলর মোঃ রেজাইল বিশ্বাস, কাজী জহিরুল হক, শরফুল আলম লিটু, মোঃ আনিস, মোঃ বাবুল, ইপি রানী বিশ্বাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিসহ স্থানীয় গন্যমান্য  ব্যক্তি বর্গ এ সময় উপস্থিত ছিলেন।

 জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে ১ কোটি ৯৯ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে মহিষখোলা জেলা খানা মোড় থেকে দূর্গাপুর মজিবর রহমান মোল্যা বাড়ী পর্যন্ত  ৫৩৩ মিটার টপ স্লাবসহ আরসিসির এ ড্রেন নির্মান করা হবে।