নড়াইল নতুন করে আক্রান্ত-১৩,গতকাল ১ ব্যাবসায়ির মৃত্যু

    0
    253

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার পৌর এলাকার  পরিবহন ব্যাবসায়ি ঠিকাদার মোঃ আলিমুজ্জামান ঠান্ডু নামে একজনের মৃত্যু হয়েছে। তার রিপোর্ট আজ শনিবার পজিটিভ এসেছে। জেলার মধ্যে আক্রান্তের হার লোহাগড়া উপজেলায় সবচেয়ে বেশি,প্রতি দিনই বাড়ছে এখানে আক্রান্তের হার। কারণে নড়াইল এর সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লোহাগড়া উপজেলা প্রশাসনের এক সভায় গত জুলাই থেকে  আগামী ২১ জুলাই পর্যন্ত লোহাগড়া পৌরসভাকে আন্ডার আইসোলেশন এর আওতায় রেখে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত গ্রহন করে লোহাগড়া উপজেলা প্রশাসন।  

     আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, জেলার সদরে  জন, লোহাগড়া উপজেলায় ১০ জন কালিয়ায়  উপজেলায় জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।এর মধ্যে পৌর এলাকার একজনের গতকাল মৃত্যু হয়েছে। আজ তার রির্পোট পজিটিভ এসেছে। বাকী আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন। তিনি আরও জানান, নিয়ে নড়াইল জেলায় পর্যন্ত পুলিশ সদস্য , চিকিৎসক ব্যাংক কর্মকর্তাসহ সর্বমোট ৩৭৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসকসহ ১১৮জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৮জন মারা গেছেন।

    জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় পর্যন্ত ৩শত ৭৪ জন করোনায় আক্রান্তের  মধ্যে সদরে ১১৫ জন, লোহাগড়ায় ২১৭জন  কালিয়ায় ৪১ জন।এর মধ্যে সুস্থ হয়েছে ১১৮ জন এবং জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ২৪৮ জন পজেটিভ আছে। দিনের  ৫৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পর্যন্ত মোট ২১৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, ২০৮৭টি রির্পোট পাওয়া গেছে,বাতিল হয়েছে ১৭৫ টি। ৬৮ টি নমুনা পেন্ডিং রয়েছে।

    পযর্ন্ত জেলায় ১৮২৯জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, ছাড়পত্র পেয়েছে ১৮২৩ জন। আইসুলেশনে রোগীর সংখ্যা ২৫৮ জন।হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ জন।