নড়াইল টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদক বিরোধী আলোচনা

    0
    226

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭জানুয়ারী,সুজয় কুমার বকসীঃ মাদক বিরোধী অভিযান ও প্রচারনা মাস জানুয়ারী-২০১৬ পালন উপলক্ষে নড়াইল টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার নড়াইল টেকনিক্যাল স্কুল ও কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ সুবাস চন্দ্র বোস। নড়াইল টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ছারোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের সহকারি পরিচালক মোঃ রাকিবুর রহমান, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস,পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইপি রানী প্রমূখ।

    সভায় কলেজের শিক্ষক,ছাত্র-ছাত্রী, জেলা মাদকদ্রব্য অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় মাদকের কুফল ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কি কি করনীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ছাত্র-ছাত্রীদের সজাগ থেকে মাদকের অপব্যবহার রোধে কাজ করার আহবান জানানো হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিস এর আয়োজন করে।