নড়াইলে ৩ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

    0
    267

    নড়াইল প্রতিনিধি, ১৪ মেঃ নড়াইলে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। সোমবার বিকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ৩৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ – ২০১৩ উপলক্ষে এ মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জহুরুল হক। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার নরেশ চন্দ্র দাস, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনিরা সুলতানা, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন সিকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
    এ মেলায় জেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিজ্ঞান ক্লাব অংশ গ্রহন করছে।

    নড়াইলে ইউনিয়ন , পৌর ও উপজেলা পর্যায়ের নির্বাচিত নারী জন প্রতিনিধিদের প্রশিক্ষণ শুরু
    নড়াইল প্রতিনিধি, ১৪ মেঃ  জনগনের জন্য সরকারী সেবা সমূহ নিশ্চিত করনে নির্বাচিত নারী প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে ডেমক্রেসীওয়াচ-এর আয়োজনে নিজস্ব ট্রেনিং সেন্টারে প্রশিক্ষনের উদ্বোধন করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নবান্ন-এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম তুহিন, ডেমক্রেসীওয়াচের মাঠ সমন্বয়কারী রেজাউল করীম, নাজমুল ইসলাম প্রমুখ ।
    ২টি ব্যাচে ৪ দিনের এই প্রশিক্ষনে সদর উপজেলার ১৩ ইউনিয়ন, ১ পৌরসভার এবং ১ টি উপজেলার মোট ৪৩ জন নারী জনপ্রতিনিধি অংশগ্রহন করবেন। অপারাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ডেমক্রেসী ওয়াচ-এর সহযোগি হিসেবে স্থানীয় সংস্থা নবান্ন কাজ করছে । সুইচ সরকারের উন্নয়নমূলক প্রতিষ্ঠান এসডিসি প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করছে ।