নড়াইলে ২ মাদক ব্যবসায়ির যাবজ্জীবন কারাদন্ড

    0
    428

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে মাদক ব্যবসায়িকে  যাবজ্জীবন কারাদন্ড এবং লক্ষ টাকা জরিমানা অনাদায়ে বছরের বিনাশ্রম কারাদন্ড  প্রদান করেছে জেলা দায়রা জজ মুন্সী মোঃ মশিউর রহমান। দন্ডপ্রাপ্তরা হলোযশোরের বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের শের আলী মোল্যার ছেলে রফিকুল ইসলাম (৩২) এবং একই উপজেলার বাররা গ্রামের কিসমত সরদারের ছেলে আবু সাঈদ সরদার (২০) রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

     বুধবার সকাল ১০ টায় নড়াইল জেলা দায়রা জজ আদালতে,১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯() এর ৩৩ ) ধারায়  মামলার রায় ঘোষনা করেন জেলা দায়রা জজ মুন্সি মোঃ মশিউর রহমান।

     মামলার বিবরনে জানা গেছে,১২০১৩ সালের ফেব্রƒয়ারী মাসের ১৩ তারিখে সদর উপজেলার বিছালী ক্যাম্পের এস,আই মোঃ নজরুল ইসলাম সন্ধ্যা টা ২০ দিকে এই এলাকার  কামদহ মাঠের ব্রিজের উপর  মোঃ রফিকুল ইসলাম মোঃ আবু সাইদ সরদারকে দেখে সন্দেহ হলে   উপস্থিত লোকদের সামনে তাদের দেহ তল্লাশী করে, রফিকুলের পিঠে স্কুল ব্যাগ থেকে ৭০ বোতন ফেনসিডিল সাইদের হাতে থাকা ব্যগের ভিতর থেকে ৩০ বোতন ফেনসিডিল  মোট ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  পরে সদর থানার তদন্ত কারী কর্মকর্তা এস,আই খাইরুল  অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ১৯() এর () ধারায় ০৩.০৪.২০১৩ তারিখে  সদর থানায় ৯১ নং অভিযোগ  দাখিল করেন।  বিজ্ঞ আদালত আমলাটি আমলে নিয়ে জন সাক্ষির সাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ বিচারক জেলা দায়রা জজ মুন্সি মোঃ মশিউর রহমান  আসামীদ্বয়কে,১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯() এর ৩৩ ) ধারায়  যাবজ্জীবন কারাদন্ড এবং লক্ষ টাকা জরিমানা অনাদায়ে বছরের বিনাশ্রম কারাদন্ড   সাজা প্রদান  করেন।