নড়াইলে হোল্ডিং গণনা ও হোল্ডিং ডিজিটাল করণ সভা  

    0
    252

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১এপ্রিল,সুজয় কুমার বকসীঃ নড়াইলে পৌরসভা কর্তৃক হোল্ডিং গণনা ও হোল্ডিং ডিজিটাল নাম্বার পেট স্থাপন কার্যক্রমের  এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইল পৌরসভার আয়োজনে পৌর মেয়রের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ সাঈফ হাফিজুর রহমান খোকন। পৌর মেয়র ( দায়িত্ব প্রাপ্ত) সরদার মোঃ মোস্তাফা কামালের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমাউন কবির, ঠিকাদার এ্যাডঃ রেজাইল আলম, রেডির  নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, পৌর সচিব ওহাবুল আলম, কাউন্সিলর নাজনিন সুলতানা রোজীসহ অনেকে।

    সভায় পৌর কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় ,মাত্র ২ শত টাকার বিনিময়ে পৌরসভার প্রত্যেক হোল্ডিং মালিককে এই ডিজিটাল হোল্ডিং নাম্বার পেট দেয়া হবে।

    এর মাধ্যমে হোল্ডিং মালিকগণ পৌরসভার সকল সুবিধা ভোগ করতে পারবে। বে-সরকারি সংস্থা রেডি এ কার্যক্রম বাস্তবায়ন করবে।