নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের ৯৬তম জন্মজয়ন্তী

    0
    257

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের ৯৬তম জন্মজয়ন্তী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
    কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, প্রার্থনা সংগীত, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
    শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে স্বভাব কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদ ও এলাকাবাসীর আয়োজনে বিকাল জন্মস্থান পৌরসভার বাহিরডাঙ্গায় বসতভিটায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ, স্মৃতিরক্ষা পরিষদের সদস্য ও এলাকাবাসী।
    পরে আলোচনা সভায় স্বভাব কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদের আহবায়ক ডাঃ মায়া রানী বিশ^াসের সভাপতিত্বে কবির জীবন ও কর্মের ওপর বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক এসএম আকরাম শাহীদ চুন্নু, সদর থানার ওসি (তদন্ত) হরিদাস রায়, জেলা পরিষদের সদস্য রওশন আরা কবির লিলি, নারী নেত্রী আঞ্জুমান আরা, পৌর কাউন্সিলর ইপি রানী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, প্রমুখ। স্বাগত বক্তব্য দেন স্বভাব কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদের সদস্য সচিব গোলক চন্দ্র বিশ^াস।
    বক্তারা, স্বভাব কবির স্মৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    উল্লেখ্য, স্বভাব কবি বিপিন সরকার এ পর্যন্ত ৮টি কাব্যগ্রন্থ, ২০টি অষ্টকযাত্রা পালা, ১৪টি পালা গান, এক াহজারের বেশি কবিতা, এক হাজার হালুই গান, দুই শতাধিক ধুয়া-বারাসিয়া গান লিখেছেন। নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমা লে এই স্বভাব কবির যাত্রাপালা, অষ্টক গান, কবিতা, হালুই গান, ধুয়া-বারাসিয়া গান নৌকার মাঝি,কৃষান-কৃষাণীদের কাছে অত্যান্ত জনপ্রিয়। কবি বাংলা ১৩৩০ সনের ৫ পৌষ নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৭ নভেম্বর বার্ধক্যজণিত কারনে পরলোক গমণ করেন।