নড়াইলে ‘সুলতান মেলায়’ ষাঁড়ের লড়াই প্রতিযোগীতা

    0
    266

    নড়াইল প্রতিনিধিঃ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত ১২দিন ব্যাপী সুলতান মেলার ১০ম দিনে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই।

    আজ শনিবার বেলা ১২ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই ও আরচারি প্রতিযোগীতা। প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) কাজী মাহবুবুর রশীদ।
    এস,এম,সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকুর সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্ম জসিম উদ্দিন পিপিএম (বার), বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুর জামান কোহিনুর, জেলা প্রশাসন , এস,এম ,সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক দর্শক এ সময় উপস্থিত ছিলেন।

    প্রতিযোগীতায় জেলার বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক ষাঁড় এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।