নড়াইলে সকাল ৭ টায় প্রথম জামাত দিয়ে ঈদ পালন শুরু

    0
    230

    নড়াইল প্রতিনিধিঃ চলছে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম ধর্মের একটি গুরুত্ব পুর্ণ অনুষ্ঠান পবিত্র ইদুল আযহা পালন। মুসলিমরা আজ কুরবানির মাধ্যমে মহা আনন্দে দিনটি পালন করছে। এ উপলক্ষ্যে নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদে সোমবারে সকাল ৭ টায় ঈদ উল আযহার নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

    নড়াইল কেন্দ্রীয় পৌর ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের কথা থাকলেও বৃষ্টির কারণে কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

    নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ, এফ,এম আমিনুল ইসলাম ,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ জামান মুন্সিসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদ জামায়াতে শরিক হন।

    ঈদের প্রধান জামায়াতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা স,ম শফিউল্লাহ। এ সময় মসজিদের প্রধান ইমাম মাওলানা আশরাফ আলী এ সময় উপস্থিত ছিলেন। দেশ জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।

    এছাড়াও জেলার মোট ৫১৯টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।