নড়াইলে শ্রেষ্ঠ শিক্ষক ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ

    0
    251

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭জানুয়ারীঃ নড়াইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ শিক্ষক ও মেধাবী শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সভাকক্ষে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক , জেলা আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ সুবাস চন্দ্র বোস এ পুরস্কার বিতরণ করেন।

    মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নড়াইলের সহকারী পরিচালক মদন চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কলামিষ্ট প্রদ্যোৎ ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত অধ্যাপক রণজিৎ কুমার রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্রনাথ সাহা প্রমুখ। এবছর শ্রেষ্ঠ পাঁচজন শিক্ষক ও ১০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এবছর শ্রেষ্ঠ পাঁচজন শিক্ষক ও ১০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নড়াইল অফিস এর আয়োজন করে।