নড়াইলে শ্রীমা সারদা দেবীর ১৬৩ তম জন্ম তিথি উৎসব পালিত

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২জানুয়ারী,সুজয় কুমার বকসী: নড়াইলে শ্রীমা সারদা দেবীর ১৬৩ তম জন্ম তিথি উৎসব পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নড়াইল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সভা কক্ষে সারদা সংঙ্গ নড়াইলের আয়োজনে আলোচনা সভা ও প্রসাদ বিতরন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সারদা সংঙ্গের সভাপতি মিনতি রানী বোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ সুবাস চন্দ্র বোস।

    এ সময় উপস্থিত ছিলেন নড়াইল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সভাপতি ও যশোর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞান প্রকাশনন্দজী মহারাজ, প্রকৌশলী মনিন্দ্রনাথ বসু, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশন যশোরের শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজসহ অনেকে।