নড়াইলে শেষ হল ৩দিন ব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

    0
    348

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩এপ্রিল,নড়াইল প্রতিনিধিঃ   নড়াইলে ৩৯ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিনদিন ব্যাপী মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকালে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের এর আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।
    এ মেলায় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং কালিয়া পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।
    অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ কামরুল আরিফের এ সভাপতিত্বে পুলিশ সপার মোহম্মদ জসিমউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) কাজী মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ারুল ইসলাম, কৃষি সম্পসারন বিভাগের উপ-পরিচালক চিন্ময় রায়, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জাকির হোসেন সিকদার, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    তিনদিনব্যাপী এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলার তিনটি উপজেলার বিভিন্ন্ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করে। এখানে মোট ১৫ টি ষ্টল খোলা হয়েছিল।