নড়াইলে শেখ হাসিনার কারামুক্তি ও জাতীয় শোক দিবস পালন

    0
    218

    নরাইলনড়াইলে শেখ হাসিনার কারামুক্তি ও জাতীয় শোক দিবস পালন নড়াইল প্রতিনিধি:নড়াইলের কালিয়া উপজেলার রধনাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস ও ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুরে স্কুল মাঠে জেলা যুবলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত।

    জেলা যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক গাউসুল আজমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খাঁন নিলূ। প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য একরামুল হক টুকু, জেলা আওয়ামীলীগ নেতা ইমদাদুল হক,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক দেবশীষ কুন্ডু, হামিদপুর ইউপি চেয়ারম্যান পলি বেগম,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ফারহানা রেজা,বখতিয়ার সাবু,মোঃ সাবু মোল্যা প্রমূখ।

    বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামের একটি ভ’খন্ডের সৃষ্টি হত না। পেতাম না লাল সবুজ পতাকা,বাক স্বাধিনতা। আজকের এই দিনে ওই পাকিস্তানী হায়নাদের পেতাত্বা বিএনপি জামায়াত শিবির রাজাকার তাকে হত্যা করে।

    তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসুন আমরা তার হাতকে শক্তিশালী করি। সমাবেশে বিভিন্ন এলাকার কর্মি সমর্থকরা সমবেত হন।