নড়াইলে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

    2
    460

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০জুন,সুজয় কুমার বকসীঃ নড়াইলে যাবতজীবন সাজাপ্রাপ্ত বেল্লাল সরকার (৫০) নামের এক আসামীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।  সে জেলার লোহাগড়া উপজেলার ডিগ্রিরচর গ্রামের মৃত-আল আফি সরকারের পুত্র।

    জেলা কারাগার সুত্রে জানা গেছে, ২০০৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেল্লাল সরকার  যাবতজীবন সাজা প্রাপ্ত হন। সকাল ৯টা ৫ মিনিটের দিক হঠাৎ  বুকে ব্যথা অনুভব হলে জেলা কারাগার কর্তৃপক্ষ দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় সোয়া ৯টার দিক তার মৃত্যু হয়।

    সদও হাসপাতালের আর এমও ডা. আসাদুজ্জামান মুন্সি বলেছেন, আসামী বেল্লালকে সকাল ৯টার দিক হাসপাতালে আনা হয় । তখন তার পালর্স খুবই সামান্য ছিল।  আমার ধারণা তিনি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণেই মারা গেছেন। তবে লাশের ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা জাবে।

    জেলার এ কে এ এম মাসুম বলেছেন, সকালে আসামী বেল্লাল বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষনিক তাকে নড়াইল হাসপাতালে নেওয়া হয়।  এর কিছুক্ষন পর তিনি মারা যান।